HSC ICT Chapter 2 Final MCQ


Warning: session_start(): open(1440/sess_1k3nvk1mq4vq6e9sq98u5p0kbh, O_RDWR) failed: No such file or directory (2) in /home/u419839968/domains/hscexam.xyz/public_html/wp-content/plugins/-maker/public/class-quiz-maker-public.php on line 218

Warning: session_start(): Failed to read session data: files (path: 1440) in /home/u419839968/domains/hscexam.xyz/public_html/wp-content/plugins/-maker/public/class-quiz-maker-public.php on line 218

আইসিটির দ্বিতীয় অধ্যায়টি (কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং) অন্যান্য অধ্যায়ের চেয়ে তুলনামূক কিছুটা সহজ। এখানে ২৫ নাম্বারের জন্য ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে । সময় থাকবে ৩০ মিনিট। এটিকে ফাইনাল পরীক্ষার প্রস্তুটি হিসেবে নিতে পার।

0 votes, 0 avg
99

Ready

পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ


HSC ICT Chapter 2 Final MCQ

আইসিটি দ্বিতীয় অধ্যায়ে তুমি কতটা দক্ষ বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে তা যাচাই কর।

পরীক্ষা শুরু করার জন্য Start লেখায় Click কর।

1 / 25

1. ডেটা ট্রান্সমিশন রেটকে কী বলে?

2 / 25

2. নিম্নের কোনটি কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থার দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে?

3 / 25

3. ট্রান্সমিশন সিস্টেম হলো?

4 / 25

4. কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কয়টি?

5 / 25

5. কোনো ডকুমেন্ট মেইলের মাধ্যমে একস্থানে হতে অন্যস্থানে প্রেরণ কোন ধরনের কমিউনিকেশন সিস্টেম?

6 / 25

6. টেলিকমিউনিকেশন অর্থ কী?

7 / 25

7. ক্লোর, কোডিং, বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরী হয়?

8 / 25

8. ফটো ডিটেক্টরের কাজ কী?

9 / 25

9. টুইস্টেড পেয়ার ক্যাবল এর সাধারণ রং কোনটি?

10 / 25

10. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?

11 / 25

11. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও:
কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০২৩ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন করেন।

উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মােড কোনটি?

12 / 25

12. টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মােড হচ্ছে-

i.  সিমপ্লেক্স
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

13 / 25

13. ফুল ডুপ্লেক্স মােডে চলে-

i.  মােবাইল ফোন।
ii. ল্যান্ড ফোন।
iii. রেডিও ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

14 / 25

14. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও :
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয় ।

উদ্দীপকের আলােকে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মােড ব্যবহৃত হয়েছে?

15 / 25

15. কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

16 / 25

16. 5 কিলােবাইট ডেটা আদান-প্রদানের। ক্ষেত্রে এসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত?

17 / 25

17. এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলাে

18 / 25

18. এসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কোনটি?

19 / 25

19. ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় কোন ট্রান্সমিশনে?

20 / 25

20. ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত?

21 / 25

21. ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়?

22 / 25

22. ন্যারাে ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

23 / 25

23. নিচের কোনটিতে ন্যারাে ব্যান্ড ব্যবহৃত হয়?

24 / 25

24. ডেটা কমিউনিকেশনে মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

25 / 25

25. ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি?

Your score is

প্রতিনিয়ত নতুন নতুন প্রশ্ন সংযোক্ত করা হবে। যে কোন ধরনের নোটের প্রয়োজন হলে যোগাযোগ করতে ০১৮৭৮-৭৯২৩৪২ নাম্বার ফোন দিতে পার।

Leave a Comment